Subscribe Us

header ads

বইটই-য়ের নতুন কবিতা সংকলন ‘কবিতাবাড়ি’-র মোড়ক উন্মোচন





নিজস্ব সংবাদদাতা, ১৮ মার্চ, ২০২০: গত রবিবার, ১৫ মার্চ কলেজ স্ট্রিটের বই-চিত্র সভাঘরে অনুষ্ঠিত হয়ে গেল বইটই পাবলিকেশনের প্রথম কবিতা সংকলন ‘কবিতাবাড়ি’-র মোড়ক উন্মোচন। এই কবিতা সংকলনে মন্দাক্রান্তা সেন, অজিতেশ নাগ, রাজা ভট্টাচার্য-দের মত বিশিষ্ট কবিদের পাশাপাশি স্থান পেয়েছে নব্য কবিদের কবিতা। মোট আটান্নজন কবির আটান্নটি কবিতায় সাজানো হয়েছে এই বইটি। অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দাক্রান্তা সেন এবং অজিতেশ নাগ। এছাড়াও বার্তা প্রকাশনের কর্ণধার সৌরভ বিশাই-য়েরও উজ্জ্বল উপস্থিতি ছিল ওই অনুষ্ঠানে। বইটির প্রকাশনা সংস্থা এবং সম্পাদকমন্ডলীর পক্ষ থেকে তীর্থরাজ ভট্টাচার্য্য বলেন, “নতুন কবি এবং অভিজ্ঞ কবিদের একই মলাটের তলায় এনে পাঠককুলকে ভালো কবিতা উপহার দেওয়াই আমাদের উদ্দেশ্য।” উপস্থিত কবি ও অতিথিদের কবিতাপাঠ, শৌর্যদীপ সান্যালের নিজস্ব গান এবং মেঘা চক্রবর্তী-র গানের মধ্য দিয়ে বেশ ভালোভাবে গোটা অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে কবিদের হাতে স্মারক তুলে দেন বিশিষ্ট অতিথিবর্গ। আগামী ২৫ মার্চ থেকে বইটি সংগ্রহ করা যাবে www.boitoi.in - থেকে। বইটির সম্পাদকত্রয় হলেন - তীর্থরাজ ভট্টাচার্য্য, দ্বৈপায়ন চক্রবর্ত্তী ও কুনাল চক্রবর্ত্তী।


Post a Comment

0 Comments